পোস্টগুলি

মে ১১, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

শিফটিং টিপস

ছবি
                   House shifting in Dhaka  ★  যখন বাসা অফিস শিফটিং এর প্রয়োজন হয় , তখন আপনারা মুভার্স এন্ড  প্যাকার্স এর দারস্ত হন। ★ তখন আপনারা ৪/৫/ তথবা তার বেশি শিফটিং কোম্পানি থেকে এস্টিমেট নেন।  যে কোম্পানি কম রেট দেয়, তাঁকে কাজটা দেওয়া হয়। ★ কিন্তু সে কি ধরনের সাপোর্ট দিবে সেই গুলো বলা হয় না। বাসা শিফটিং এর গুরুত্বপূর্ণ বিষয় হলো, ফার্নিচার প্যাকিং সাপোর্ট, প্যাকিং সাপোর্ট ঠিক না হলে মূল্যবান ফার্নিচারের মূল্য থেকেনা। আমরা সিরি দিয়ে ফার্নিচার উঠানো এবং নামানোর সময়, ব্ল্যাংকেট ব্যবহার করে থাকি। দক্ষ ও অভিজ্ঞ লেবার প্রয়োজন।  ★ একটি শিফটিং কোম্পানি পরিচালনা করার জন্য যা কিছু সর্বদা প্রস্তত থাকতে হয়। ১/ ঢাকা শহরের সব এলাকা চিনতে হবে, এবং ঢাকা থেকে যে কোন স্থানেে অন্য শহর গুলোর ধারণা থাকতে হবে। ২/  এস্টিমেট করার জন্য একজন দক্ষ লোক লাগবে। ৩/ একটি স্টোর রুম থাকতে হবে। ৪/ প্যাকিং মেটারিয়াল সর্বদা প্রস্তত রাখতে হব।। ৫/ ফার্নিচার খোলা ফিটিংস এর মেশিনারি সর্বদা প্রস্তত  রাখতে হবে। + টিভি + পর্দা ফিটিংস এর ব্যবস্থা রাখতে  হবে।    ৬/ কর্মী দের থাকার ব্যবস্থা রাখতে হবে।