House shifting
Home shifting service বাসা পাল্টানোর ঝামেলা কমাতে http://www.safemoversbd.com নাগরিক জীবনে বাসা বদল নতুন কোনো বিষয় নয়। তবে, এটি সহজ ব্যাপারও নয়। সব জিনিস গুছিয়ে বাড়ি বদল করা শুধুমাত্র আসবাবপত্রের নড়াচড়া নয়, মানসিক ও শারীরিক চাপের বিষয়ও। তবে আগের তুলনায় বাড়িবদলের ক্ষেত্রে কিছুটা ঝামেলা কমেছে। এখন চাইলেই মালামাল বহনের দায়িত্ব কোনো একটি প্রতিষ্ঠানকে দিয়ে দিতে পারেন বা গাড়ি ভাড়া করাও সুবিধা। সে ক্ষেত্রে আর্থিক ব্যয়ের পরিমাণ খানিকটা বাড়লেও মুক্তি মিলে অনেক ঝুট-ঝামেলা থেকে। তবে চাইলে কিছু টিপস কাজে লাগতে পারেন। এতে বাড়িবদলের কাজটি বেশ স্বস্তিতেই সেরে ফেলতে পারবেন। সব কাজের তালিকা করুন সময় নিয়ে একটি তালিকা ও কর্মপরিকল্পনা তৈরি করুন। এতে দরকারি সবকিছু লিখে রাখুন। সংবাদপত্রের বিল থেকে প্রতিবেশীর কাছ থেকে বিদায় সবকিছু এতে রাখতে পারেন। এই ধরনের তালিকা আপনাকে দিতে পারে নিজের কাজ ও দায়িত্ব সম্পর্কে দারুণ আত্মবিশ্বাস। সময় নিয়ে কাজ করুন বাড়িবদলের ক্ষেত্রে যত বেশি সময় পাওয়া যায় তত ভালো। মাসের শেষ দিকে তাড়াহুড়ো করার চেয়ে ধীরে ধীরে জিনিসপত্র স্থানান্তর করা উত্তম। এটা...