ইসলামের প্রথম মসজিদ
মিকাত ( আরবি :ميقات meaning "a stated place") হল হজ্জ সংক্রান্ত কিছু স্থান। এসব স্থান অতিক্রম করার পূর্বেই হাজিদেরকে ইহরাম অবস্থা ধারণ করতে হয়। পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত হাজিদের হিসেবে একেকটি মিকাত রয়েছে। জুল হুলাফা , মদিনার দিক থেকে আগত হাজিদের জন্য জুহফা , সিরিয়ার দিক থেকে আগতদের জন্য কারণুল মানাজিল - নজদের দিক থেকে আগতদের জন্য ইয়ালামলাম , ইয়েমেনের দিক থেকে আগতদের জন্য সানিয়াম , মক্কার জন্য জাত ই ইরাক , ইরাকের দিক থেকে আগতদের জন্য মসজিদ আল কিবলাতাইন ( المسجد القبلتین ) ( দুই কিবলার মসজিদ ) সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি মসজিদ। ঐতিহাসিক দিক থেকে এই মসজিদ গুরুত্বপূর্ণ। এখানে নামাজ পড়ার সময় মুহাম্মদ এর কাছে কিবলা পরিবর্তনের নির্দেশের ওহি আসে। এরপর তার সাথে জামাতে নামাজে দাঁড়ানো মুসল্লিরাও জেরুজালেম থেকে মক্কার দিকে ফিরে যায়। এ ঘটনা থেকে এর এরূপ নামকরণ করা হয়েছে। পূর্বে এই মসজিদে দু...