ইসলামের প্রথম মসজিদ


মিকাত (আরবি:ميقات meaning "a stated place") হল হজ্জ সংক্রান্ত কিছু স্থান। এসব স্থান অতিক্রম করার পূর্বেই হাজিদেরকে ইহরাম অবস্থা ধারণ করতে হয়। পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত হাজিদের হিসেবে একেকটি মিকাত রয়েছে।
  • জুল হুলাফামদিনার দিক থেকে আগত হাজিদের জন্য
  • জুহফাসিরিয়ার দিক থেকে আগতদের জন্য
  • কারণুল মানাজিলনজদের দিক থেকে আগতদের জন্য
  • ইয়ালামলামইয়েমেনের দিক থেকে আগতদের জন্য
  • সানিয়ামমক্কার জন্য
  • জাত ই ইরাকইরাকের দিক থেকে আগতদের জন্য

মসজিদ আল কিবলাতাইন (المسجد القبلتین) (দুই কিবলার মসজিদসৌদি আরবের মদিনায় অবস্থিত একটি মসজিদ। ঐতিহাসিক দিক থেকে এই মসজিদ গুরুত্বপূর্ণ। এখানে নামাজ পড়ার সময় মুহাম্মদ এর কাছে কিবলা পরিবর্তনের নির্দেশের ওহি আসে। এরপর তার সাথে জামাতে নামাজে দাঁড়ানো মুসল্লিরাও জেরুজালেম থেকে মক্কার দিকে ফিরে যায়। এ ঘটনা থেকে এর এরূপ নামকরণ করা হয়েছে। পূর্বে এই মসজিদে দুইটি মিহরাব ছিল। সাম্প্রতিক সময়ে মসজিদের পুনর্নির্মাণের সময় জেরুজালেমমুখী মিহরাব সরিয়ে নেয়া হয়েছে। এটি পৃথিবীর প্রাচীন মসজিদগুলোর অন্যতম।

মন্তব্যসমূহ

House shifting service - বাসা অফিস বদল সার্ভিস

House shifting service - বাসা বদল সার্ভিস

HOUSE SHIFTING SERVICE

House shifting service - বাসা বদল সার্ভিস