বাসা বদলের A to Z
বাসা বদলের A to Z
Visit us:www.safemoversbd.com
প্ল্যানমাফিক গুছিয়ে ফেলুন ‘আলপিন’ থেকে ‘আলমারি’ হয়ে যাবতীয় ‘সব’৷ নতুন বাড়ির ঘর গুছোতে গিয়ে আর ঘেঁটে ‘ঘ’ হতে না হবে আপনাকে৷ যাঁরা শিফটিং করছেন বা করবেন, তাঁদের জন্য জরুরি কিছু পরামর্শ দিলেন, safe movers bd
বাসা বদলের A to Z
Adv: TV ও অন্য জিনিসে 75% পর্যন্ত ছাড়
‘বাড়ি বদলানো’ ছেলের হাতের মোয়া নয়, যে উঠল বাই তো ‘নতুন’ বাড়ি যাই বললেই হয়ে গেল৷ পুরোটা ম্যানেজ করতে গিয়ে অনেক ‘তালেবর’কেও ল্যাজে-গোবরে হতে হয়েছে৷ তাই প্যাকিংয়ের আগে একটা প্ল্যান ছকে নিন৷ তারপর গোছাতে বসুন৷ যেমন-
জিনিস গোছানোর সময় মনে হয় সবই অতি প্রয়োজনীয়৷ তাই কোনগুলো কম প্রয়োজনীয় সেগুলো আগে বাছুন৷ একেবারেই সরিয়ে ফেলুন সেগুলো৷ এতে প্যাকিংয়ের পরিমাণ কমবে৷
পারলে আগে গিয়ে নতুন ঘর-দোরের আয়তন দেখে আসুন৷ তাহলে আপনার পক্ষে বোঝা সম্ভব হবে কতটা জিনিস নতুন বাড়িতে ধরবে৷ এবার সেই বুঝে প্যাকিং করুন৷
নতুন বাড়িতে কবে শিফট করছেন প্রতিবেশীদের আগে জানিয়ে রাখতে পারলে খুব অসুবিধায় পড়লে তাঁরাও এসে আপনাকে ঘর গোছাতে সাহায্য করতে পারেন৷
বাজার থেকে মাঝারি মাপের কিছু বাক্স কিনে আনুন৷ খুব ছোটো মাপের বা ইয়া গোদা সাইজের কিনবেন না৷ এবার তাতে যাবতীয় জিনিস ভরুন৷ কোন বাক্সে কী ভরছেন সেটা যদি লেবেল করে বাক্সের গায়ে আটকে দিতে পারেন তো অর্ধেক কাজ সেখানেই সেরে রাখলেন৷ নতুন জায়গায় গিয়ে আর হাতড়ে মরতে হবে না আপনাকে৷
যাবতীয় ইলেকট্রিক্যাল গ্যাজেট একটা ব্যাগ বা বাক্সে রাখুন৷ নতুন বাড়িতে গিয়েই তাহলে সবার আগে সেগুলো সেট করে নিতে পারবেন৷
ফ্রিজ সরানোর আগে ডিফ্রস্ট করে নিন৷ ভেন্টিলেশনের জন্য ফ্রিজের দরজা খোলা রাখুন৷
জিনিস তো গোছানো হল৷ এবার ফাঁকা বাক্সগুলো নিয়ে কী করবেন? স্টোরেজ স্পেস থাকলে তো সমস্যাই রইল না৷ সেখানে গুছিয়ে রাখুন, যাতে পরে আবার কাজে লাগাতে পারেন৷ একাম্তই জায়গার অভাব ঘটলে কাছের রি-সাইক্লিং সেন্টারে ওগুলো দিয়ে এসে বাড়ি ফাঁকা করুন৷
কখনোই উইক এন্ডে শিফট করবেন না৷ যদি সার্ভিস সেন্টারের সাহায্য নেন, কোনও জিনিস আনতে ভুলে গেলে তারা কিন্ত্ত ছুটির দিনে আপনাকে সার্ভিস দেবে না৷ তখন আপনাকেই বয়ে নিয়ে আসতে হবে বাকি জিনিস৷
বাড়ি ছাড়ার আগে দেখে নিন কোনও কিছু ফেলে গেলেন কিনা৷ দরজা-জানালা ভাল করে বন্ধ করে দেবেন৷ বাড়ির সমস্ত চাবি একটা খামে ভরে বাড়ির নতুন মালিকের হাতে তুলে দিন৷ এতে দু’পক্ষেরই সুবিধে হবে৷
চেক লিস্ট-এ যা থাকবেই
• নতুন বাড়ি কেনার পর থেকেই আস্তে আস্তে বন্ধু, পরিজন, অফিস- সব জায়গায় নতুন ঠিকানা জানিয়ে দিন৷ শেষ মুহূর্তের জন্য ফেলে রাখবেন না৷
• শিফটিংয়ের কিছুদিন আগেই বাচ্চার স্কুলে জানিয়ে দিন৷ প্রয়োজনে বাড়ি বদলানোর জন্য স্কুলও বদলাতে হতে পারে৷ তার জন্য যা যা নথি লাগবে সে সব আগে থেকেই স্কুল থেকে সংগ্রহ করুন৷
• ল্যান্ড লাইন থাকলে কোম্পানির সঙ্গে যোগাযোগ করে ফোন ডিসকানেক্ট করে নতুন ঠিকানায় ওই নম্বরেই কানেকশন করিয়ে নিন৷ একই সঙ্গে গ্যাস, ইলেকট্রিক অফিসেও শিফটিং ডেট ও নতুন ঠিকানা জানিয়ে রাখুন আগে-ভাগে৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন